প্রকাশিত: ০৭/০৩/২০১৮ ১০:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪২ এএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার শহরের ডায়াবেটিক পয়েন্টে টমটমের চাপায় এম সরওয়ার কামাল (৪৭) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরওয়ার কামাল কক্সবাজারের চকরিয়া উজেলার বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া এলাকার মাস্টার নুরুল ইসলামের ছেলে এবং ওয়ার্ড সমিতিপাড়ার বাসিন্দা। তিনি পেশায় পল্লী চিকিৎসক। এছাড়াও কক্সবাজার দুর্নীতি দমন কমিশনের সদস্য এবং বিআরটিসি (এসি) বাসের কক্সবাজারের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের ভাই মাহবুব আলম জানান, ভাতিজাকে গাড়িতে তুলে দিতে সমিতিপাড়া থেকে একটি টমটমে করে শহরে যাচ্ছিলেন সরওয়ার কামাল। পথিমধ্যে ডায়বেটিক পয়েন্টে আসলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই টমটমের নিচে চাপা পড়েন সরওয়ার কামাল। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...