প্রকাশিত: ২১/০১/২০১৯ ৭:৪৬ এএম

কক্সবাজারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে রবিবার বাংলাদেশে এসেছে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বিকালে কক্সবাজার গেছে ইংল্যান্ড যুবারা।

সফরকালে চট্টগ্রামে দুটি চার দিনের টেস্ট ম্যাচেও অংশ নেবে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে উইকেট রক্ষক ব্যাটসম্যান আকবর আলীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ইতোমধ্যেই কক্সবাজার পৌঁছেছে।

আগামী ২৭ জানুয়ারি শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এর আগে অবশ্য ২৫ জানুয়ারি একাডেমি গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি যথাক্রমে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পরে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭-১০ এবং ১৫-১৮ ফেব্রুয়ারি দুটি চার দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি দেশের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমীত হাসান, শাহমীম হোসেন (সহ অধিনায়ক), শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ মৃতুঞ্জয় চৌধুরী ও তানজিম হাসান সাকিব।

পাঠকের মতামত