প্রকাশিত: ৩১/০৩/২০২০ ১০:৪১ এএম

রাজা শাহ আলম তার বিশাল তারকা হোটেলটি কোয়ারান্টাইনে থাকা ডাক্তার ও সেবাপ্রদানকারী ডাক্তারদের জন্য ছেড়ে দিলেন। একেই বলে রাজার কর্ম । এ ঘটনা বাংলাদেশেই কক্সবাজারের।
বিশিষ্ট সাংবাদিক রাসেল চৌধুরী জানান এই রাজার উদারতার বিষয়ে। তিনি জানান,

রাজা শাহ আলম চৌধুরী, আপনাকে ধন্যবাদ
দেশের এমন সংকটময় মুহুর্তে দেশের প্রথম সারির শিল্পপতি ও ধনবানরা যখন ঘুমিয়ে আছেন, তখন নিজের মালিকানাধীন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল কক্সবাজারে কোয়ারান্টাইনে থাকা ডাক্তার ও সেবাপ্রদানকারী ডাক্তারদের জন্য ছেড়ে দিয়ে প্রমান করলেন, শুধু ধন থাকলে হয়না, মনও থাকতে হয়।
যতদিন দেশ সংকট থেকে উত্তরণ না হয়, ততদিন কক্সবাজারে কর্মরত ডাক্তারদের থাকা, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করবেন তিনি।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী রাজা শাহ আলম চৌধুরী।
দেশের জাতীয় দুর্যোগে আপনার এই উদারতা কক্সবাজারবাসী কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখবে।
উল্লেখ্য, রাজা শাহ আলম চৌধুরীর সন্তান ইমরান আলম চৌধুরীও একজন ডাক্তার। তিনি বিএমএ এর কেন্দ্রীয় সদস্য এবং চট্রগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালের রেজিস্ট্রার।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...