প্রকাশিত: ১৪/০৭/২০১৯ ২:৫১ পিএম

এরশাদ- উনি ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম করেছিলেন।

♦উনি শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করেছিলেন।
♦উনি মসজিদ মাদ্রাসার বিল মওকুফ করেছিলেন।
♦উনি টিভিতে আজান প্রচারের নিয়ম করেছিলেন।
♦উনি উপজেলা পদ্ধতি চালু করেছিলেন।
♦উনি গুচ্ছগ্রামের প্রবর্তন করেছিলেন।
♦উনি দেশ মাতৃকার একজন গর্বিত সাবেক সেনাপ্রধান।
♦উনি এদেশের নয় বছরের সাবেক সফল প্রেসিডেন্ট।
♦উনার নয় বছরের শাসনামল এদেশের উন্নয়নের স্বর্ণযুগ ছিল।
♦উনার শাসনামলে দূর্নীতি, ধর্ষণ, খুন, রাহজানি, প্রকাশ্যে কোপাকুপি, এগুলো দুরহ ছিল।
♦উনার আমলেই মানুষ শান্তিতে নিরাপদ জীবন যাপন করেছিল।
♦উনিই বলেছিলেন, ‘ ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে ‘।
♦উনি হলেন পল্লিবন্ধু আলহাজ্জ্ব হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ থেকে হয়তোবা উনি আমাদের মাঝে থাকবেননা। কিন্তু এই দেশের জন্য উনার অবদানগুলো থেকে যাবে, ৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি প্রান্তরে।

আপনি হয়তো উনার দল করেননা, উনাকে ব্যক্তিগত ভাবে পছন্দ করেননা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনার অবদান গুলোকে অস্বীকার করতে পারবেননা, উনাকে অসম্মান করার কোন অধিকার আপনার নাই।একজন সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে উনার প্রতি নুন্যতম সম্মান দেখানোর মানসিকতা আপনার না থাকাটা, আপনার ব্যক্তিত্বের জন্য সংকট।

ভাল থাকুন পল্লিবন্ধু।
দোয়া করি আল্লাহ যেন আপনাকে ওপারে ভালো রাখেন।বাংলার রাজনীতিতে আপনার অনুপস্থিতি বড্ড টের পাবে জাতি।আপনি বেঁচে থাকুন বাংলার ৬৮হাজার গ্রামের পথে প্রান্তরে।

 

ফেইসবুক থেকে কালেকশন…..

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...