প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৬:৪৮ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৩ পিএম

ডেস্ক রিপোর্ট::

‘মন্ত্রীদের সন্তানরা থাকে বিদেশে। তারা কীভাবে বুঝবে এদেশের শিক্ষার্থীরা রাস্তায় কত কষ্ট করে স্কুলে যায়। মন্ত্রীরা তো আর সন্তান গর্ভে ধারণ করেন না। তাই তারা কীভাবে বুঝবেন এভাবে বাসচাপায় সন্তান মারা গেলে মায়ের বুকটা কেমন করে।’

বুধবার শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এ কথা বলেন আলেহা বেগম আলো নামে দুই সন্তানের জননী।

তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

আলেহা বেগম বলেন, সরকার যেন এ আন্দোলন অন্য খাতে প্রবাহিত না করার চেষ্টা করে।

তিনি বলেন, শিক্ষার্থীেদর আন্দোলন যৌক্তিক।

এসময় তিনি সব অভিভাবককে আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

নিহতরা হলেন— শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম। এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় ওই মামলায়। খবর পরিবর্তনের

ওই ঘটনার পর দোষীদের বিচার চেয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...