প্রকাশিত: ২২/১০/২০১৮ ৭:৪৫ এএম

জাহেদ হোসেন :
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করে দিতে এসে মো. সুলতান (৫৮) নামে এক ভূয়া বাবাসহ রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।আজ রবিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে নকল জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন, পিতা সেজে আসা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মৃত আব্দুল করিমের ছেলে মো. সুলতান (৫৮) ও কুতুপালং ডি-ব্লকের জাবের আহমদের মেয়ে রোহিঙ্গা তরুণী নুর জাহান (১৮)।
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের পরিচালক আবু নাঈম মাসুম জানান, তাদের কথা-বার্তায় সন্দেহ হওয়ায় তাদের আটকে রাখা হয়। পরে পুলিশ এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে নুর জাহানকে পাসপোর্ট করাতে এনেছে স্বীকার করে সুলতান।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখের ভ্রাম্যমাণ আদালত মো: সুলতানকে ৪ মাস ও রোহিঙ্গা তরুণী নুর জাহানকে ২ মাসের কারাদ- দেয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম বলেন, তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...