প্রকাশিত: ১২/০৬/২০২০ ৮:৩৮ এএম

নুরুল আবছার::
সারা বিশ্বে চলমান বৈশ্বিক করোনা মহামারী ইতিমধ্যে আমাদের দেশে শক্তপোক্ত ভাবে শিকড় গেড়ে বসেছে। এর ই মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১০৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যাও আকাশচুম্বী (৭৮০৫২)।

করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানামুখি কর্মকাণ্ড হাতে নিয়েছেন । পুলিশ প্রশাসন ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিয়ে প্রধানমন্ত্রীর নানা প্রচেষ্টা, এবং প্রশাসনের নানা তৎপরতা বিফলে যাচ্ছে।

কক্সবাজার জেলার একটি বড় অংশই গ্রাস করে বসেছে রোহিঙ্গা জনগোষ্ঠী । এখানে কাজ করে দেশ-বিদেশের অনেক এনজিও সংস্থা ।

Interesting For YouMgid

এই এনজিও সংস্থার কর্মী গুলো রোহিঙ্গা ক্যাম্প সহ পুরো কক্সবাজার জেলায় অবাধে বিচরণ করছে।

কক্সবাজার জেলায় , কক্সবাজার পৌরসভা ও টেকনাফ পৌরসভা কে রেড জোন হিসেবে চিহ্নিত করে। ইতিমধ্যে লকডাউন এর আওতায় আনা হয়েছে। এই দুই এলাকার বাসিন্দা গুলোকে প্রশাসন মোটামুটি আয়ত্তে রাখতে পারলে ও এনজিও সংস্থার অবাধে বিচরণ কোনোক্রমেই থামছে না।

উখিয়া-টেকনাফে আক্রান্তের মধ্যে সিংহভাগই রোহিঙ্গা ও এনজিও কর্মী । ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন প্রাণ ও হারিয়েছেন।

স্থানীয়দের অভিমত যদি অতিশীঘ্রই সংস্থার কর্মীদের অবাধে চলাফেরা বন্ধ করা না হয়।
করোনা মোকাবেলায় কক্সবাজারের জেলা অনেকাংশেই পিছিয়ে যাবে।

পাঠকের মতামত

নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোই যখন বড় চ্যালেঞ্জ!

মিয়ানমারের তিনটি প্রধান এথনিক রেজিস্ট্যান্ট গ্রুপ—তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), মিয়ানমার ন্যাশনাল এলায়েন্স (এমএমডিএ) এবং ...

একটি ফুল—

একটি ফুল, একটি ফুলের জন্যে কতো নিষ্পাপ গাছ প্রাণ হারালো, এই বর্বর শুকোনের দল বারংবার ...