প্রকাশিত: ২১/০২/২০২১ ১০:২৪ এএম

নিজস্ব প্রতিবেদক ::
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষাশহীদদের স্মরণের মাধ্যমে সারাদেশে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।

রবিবার দিবসের প্রথম প্রহর ১২টা ১মিনিটে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি রক্তিম সালাম ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান, উখিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেণীর পেশজীবিরা প্রথম প্রহরে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর সকল শ্রেণীর মানুষ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পাঠকের মতামত