প্রকাশিত: ০৭/১১/২০১৮ ৬:০০ পিএম , আপডেট: ০৭/১১/২০১৮ ৬:০১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক :
বাংলাদেশ-মিয়ানমারের উখিয়া সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে।

তবে বরাবরের মতো মিয়ানমার ঘটনার দায় অস্বীকার করেছে।
গত ৪ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি করায় আজ দুপুরে তাকে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ৪ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উখিয়ার রহমতের বিল এলাকায় গুলি চালায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। সেদিন দুপুরে তিন দফায় ৪১ রাউন্ড গুলি চালায় বিজিপি। ওই ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গাসহ দুই যুবক আহত হন।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...