প্রকাশিত: ০২/১২/২০১৭ ৯:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১০ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার কুতুপালং ও তৎসংলগ্ন অস্থায়ী আশ্রয় ক্যাম্প থেকে সন্দেহভাজন ৫১ ব্যক্তিকে আটক করেছে।  আটককৃতদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ। কুতুপালং ও তৎ সংলগ্ন ক্যাম্পে ২ ডিসেম্বর রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে উখিয়া থানায় নিয়ে আসেন ওসি (তদন্ত) মোঃ মকসুদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ।    আটকরা কুতুপালং তৎ পার্শ্ববর্তী ক্যাম্পে রাত গভীরে ঘোরাফেরা করার খবর পেয়ে উখিয়া থানাপুলিশ এ অভিযান চালায়। আটকদের মধ্যে ঢাকা মহানগরের মোহাম্মদ পুর থানার ৫৭/১ হোলিংয়ের মৃত আবু তাহের এর ছেলে আবু ইউসুফের নেতৃত্বে রোহিঙ্গাদের মানবতার সেবাই নিয়োজিত ছিল বলে তারা দাবী করেন। আটকদের যাচাইবাছাই করে দুপুরের দিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওসি (তদন্ত) মোঃ মকসুদুল আলম। আটকরা সবাই ঢাকা ও পার্শ্ববর্তী জেলার লোক।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...