প্রকাশিত: ১১/১১/২০১৮ ১০:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) নির্বাচনী আসন থেকে বড় দু,দল আওয়ামীলীগ,বিএনপির বাইরে গিয়ে স্বতন্ত্র পদে এমপি প্রার্থী হচ্ছেন উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত পালংখালী ইউনিয়নের দু,বারের নির্বাচিত জনপ্রিয়
চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। এ লক্ষ্যে সোমবার কক্সবাজার জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
দু,বড় দলের বাইরে গিয়ে কেন নির্বাচনে প্রার্থী হচ্ছেন জানতে চাইলে চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, উভয় দলের দলীয় ভোট অল্প সংখ্যাক।উক্ত দু,দলের বাইরে প্রায় শতকরা ৮০ ভাগ ভোট আছে। তৎমধ্যে এলাকার জনগন প্রায় ৫০ ভাগ ভোট ঐ দু দলের বাইরে গিয়ে প্রযোগ করার জন্য অপেক্ষায় থাকে। কিন্ত গ্রহন যোগ্য প্রার্থীর অভাবে এসব ভোটার সঠিক জায়গায় ভোট প্রযোগ করতে পারে না। তাই আমি জনগনের সমর্থন নিয়ে জনতার প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছি ও থাকবো ইন্শাল্লাহ। আমি বিগত এক বছর ধরে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের দৃষ্টি আকর্ষনের পাশাপাশি পরিকল্পিত উখিয়া টেকনাফ নির্মানে জনগনকে উদ্ধুদ্ধ করে যাচ্ছি। আমি আশাবাদী জনগন আমাকে নিরাশ করবেনা। তিনি আরো বলেন,তিনি এমপি নির্বাচিত হলে উখিয়া টেকনাফে মাদক ও দুর্নীতির
শেকড় উপড়ে ফেলবেন।

পাঠকের মতামত