প্রকাশিত: ২০/০৬/২০১৮ ২:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৩ এএম

বার্তা পরিবেশক::
চরম অনিয়ম ও সেচ্ছাসারীতার মাধ্যমে হাস্যকর মনগড়া ও আপোসকামী দালাল শ্রেনীর অছাত্রদের নিয়ে কমিটি করার প্রতিবাদ জানিয়ে সদ্য ঘোষিত উখিয়া উপজেলা ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করেছে ৪ যুগ্ন আহবায়ক। এরা হলেন খাইরুল আমিন, এস.এম. আনিছুল ইসলাম লিকচন, কামরুল ইসলাম ও জুবাইর হোসেন সবুজ। নেতৃবৃন্দ দীর্ঘ দিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত দাবী করে বলেন, ঘোষিত কমিটিতে যোগ্যতা অনুযায়ী পদ বন্টন করা হয়নি। অপরিচিত ও অযোগ্যদের টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে। নেতৃবৃন্দ ১০৫ জনের আহবায়ক কমিটির নজির কোথাও নেই দাবী করে বলেন, টাকার বিনিময়ে আহবায়ক কমিটির পরিধি বাড়িয়েছেন অযোগ্য নেতারা। অযোগ্যদের টাকা জায়েস করতে গিয়ে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা কমিটি থেকে ছিটকে পড়েছেন। এতে করে জাতীয়তাবাদী আদর্শের তৃনমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে গনহারে নেতাকর্মী সংগঠন থেকে পদত্যাগ করবে বলে একজোট হয়ে হুসিয়ারী দিয়েছে। নেতৃবৃন্দ স্বইচ্ছায় উখিয়া উপজেলা যুগ্ন আহবায়ক ও জেলা সদস্য পদ থেকেও পদত্যাগের ঘোষনা দেন। আজ থেকে সকল প্রকার জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক কার্যকালাপ থেকে বিরত থাকবেন উখিয়া উপজেলা ছাত্রদলের ৪ পরিচ্ছন্ন ও পরিশ্রমী ছাত্রনেতা।

পাঠকের মতামত

উখিয়ার থাইংখালীর আলাউদ্দিন ও ছাত্তার সিন্ডিকেটের মাটিভর্তি ডাম্পার জব্দ

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গৌজঘোনা এলাকায় রাতের আঁধারে পাহাড় সাবাড় করছে মো. আলাউদ্দিন ও ...