প্রকাশিত: ২৩/১০/২০২০ ৮:২৮ এএম

অনলাইন ডেস্ক :
কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক (সম্পর্কে চাচা-ভাতিজা) ছাড়া বাকি সবার পদের কোন বৈধতা নেই। উখিয়া উপজেলা আওয়ামী লীগের কোন পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হয়নি বলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সূত্রে নিশ্চিত করেছে। ২০১৪ সালের ডিসেম্বরে সম্মেলন হলেও ২০২০ সালের অক্টোবর পর্যন্ত উখিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হয়নি।

২০১৪ সালের ডিসেম্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোটে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সভাপতি ও জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্পর্কে দুজনই আপন চাচা-ভাতিজা। ঐ কমিটি গত ৬ বছরেও উপজেলা আওয়ামী লীগের কোন পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়নি। তবে এক এক সময় সভাপতি-সাধারণ সম্পাদক নিজেদের প্রয়োজনে অনুমোদনহীন কমিটি নিয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম পরিচালনা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের অনুমোদনহীন কমিটির কয়েকজন নেতা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের কারণে গত ৬ বছরেও উখিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন সর্বত্র দলের নেতা-কর্মীরা সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষে-বিপক্ষে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। সাম্প্রতিক সময়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের যে পাল্টা-পাল্টি গ্রুপিং হচ্ছে সেটিরও বৈধতা নেই। এক পক্ষে সহ সভাপতি হিসেবে অধ্যক্ষ শাহ আলমকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করলেও অধ্যক্ষ শাহ আলমের উপজেলা আওয়ামী লীগে বৈধ কোন পদে নেই। একইভাবে অপরপক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদারও। নুরুল হুদা নিজেকে যুগ্ন সাধারণ সম্পাদক থেকে সাধারণ সম্পাদক দাবি করলেও তিনিও বৈধ নন।

এই অবস্থা চলতে থাকলে আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নে দলের একক প্রার্থী ঘোষণা নিয়ে বিপাকে পড়তে হবে মনে করছেন রাজনীতি সচেতন মহল।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী জানান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন নেই। তবে ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জেলায় জমা দেয়া হয়েছিল কিন্তু জেলা কমিটি তা এখনো অনুমোদন দেয়নি ।

সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের বিগত কমিটিকে ও বর্তমান কমিটিকে অনুমোদনের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়া হয়েছিলো । জেলা আওয়ামী লীগ কি কারণে গত ৬ বছর উখিয়া উপজেলা কমিটি অনুমোদন দেয়নি, তা তারাই বলতে পারবেন। প্রস্তাবিত কমিটি দিয়েই চলছে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের একাধিক নেতা ও দপ্তর সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়নি। জেলার কাছে উখিয়া উপজেলার কোন কমিটিও নেই। উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েকদিনের মধ্যে জেলা আওয়ামী লীগ কেন্দ্রে কথা বলতে যাবেন।
সুত্র: সিবিএন

পাঠকের মতামত

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চলন্ত সিএনজিতে সিলিন্ডার বি’স্ফোরণ, চালক নিহত

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চন্দনাইশ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে ...