প্রকাশিত: ১৮/১০/২০১৮ ২:৫৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া বাজারস্থ নুর হোটেলের সামনে অভিযান পরিচালনা করে মোঃ ইসমাইল (১৯) ও মোঃ আতিকুর রহমান (৩০) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে ৩৮০০০০(আট ত্রিশ) হাজার ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য টীম।

বুধবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়।

আটক পাচারকারী ইসমাইল টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আবুল মনসুর এর ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত অপর আসামি আতিকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জাদুপুর গ্রামের মৃত আজিজুল হকের সন্তান।

অভিযানকালে তাদের অপর এক সহযোগী মোঃ ইয়াছিন (৩০) রেডিং টিমের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়। পলাতক ইয়াছিন টেকনাফ পৌরসভাধীন নাইট্যং পাড়ার মৃত রহমান এর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, টেকনাফ সার্কেল পরিদর্শক মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ ঘটনায় ইসমাঈল ও আতিকুল এবং ইয়াছিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক উখিয়া থানায় একটি নিয়মিত মামলা করেন উপপরিদর্শক মোঃ নাসির উদ্দিন।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...