প্রকাশিত: ১১/১০/২০১৭ ৮:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৪ পিএম

কায়সার হামিদ মানিক,উখিয়া
কক্সবাজারের উখিয়ার বালুখালী শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৮০ হাজার পিচ ইয়াবা, ট্রাক ও চালক -হেলপার আটক হয়েছে। ১১ অক্টোবর ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী একটি ট্রাকে (যার নং -ঢাকা -মেট্রো -১৬ -৯৫৯০) চ্যালেঞ্জ পুর্বক তল্লাশি চালান হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রাজেশ বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। এসময় ট্রাকে অভিনব কায়দায় লোকানো প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ৮ টি বড় পুটলা উদ্ধার করা হয়। প্রকাশ্যে পুটলা গুলো গুণে প্রতি পুটলায় ১০ হাজার করে ৮ পুটলায় ৮০ হাজার পিচ উদ্ধার এবং বহনের দায়ে ট্রাক সহ চালক রাজশাহীর চাপাইনবাবগঞ্জের মহারাজ পুরের টিকলী পাড়ার মৃত কবুর উদ্দিন মন্ডলের ছেলে মন্টু মিয়া (৫৫) হেলপার একই এলাকার মোঃ রিজু মন্ডলের ছেলে মোঃ রুবেল আলীকে আটক করা হয়। জব্দ করা ইয়াবা, ট্রাক ও আটক দুইজনের নামে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে আটক অভিযানে নেতৃত্ব দেওয়া শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রাজেশ বড়ুয়া ও টু -ইনচার্জ এএসআই ননী বড়ুয়া নিশ্চিত করেন। এসময় উক্ত ফাঁড়ীর আরেক চৌকস কনস্টেবল ও চালক সন্তোষ চাকমা সহ অপর পুলিশী সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ ইতিপূর্বে বালুখালী শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জদ্ধয়ের নেতৃত্বে ২লাখ ৫৫ হাজার ইয়াবার চালান, একটি ট্রাক জব্দ এবং দুইজন কে আটক করে ডিপার্টমেন্টের ভাবমুর্তি উজ্জ্বল করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...

লাইসেন্সের কোন কাজ নেই, টাকা দিলে লাইসেন্স লাগে না!- উখিয়ার ব্যবসায়ী সাদ্দাম

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কথিত লেভেল লাগিয়ে অবৈধভাবে ব্যাটারির পানি বিক্রি করেন উখিয়ার সাদ্দাম মটরসের স্বত্তাধিকারী ...