প্রকাশিত: ১২/০২/২০১৭ ৯:৫৬ পিএম

রফিক মাহমুদ, উখিয়া ::
উখিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘনায় মহিলাসহ ৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংখ্যা জনক বলে জানা গেছে।
জানা যায়, গতকাল ১২ ফেব্রুয়ারি রবিবার দুপুরের দিকে উপজেলার কোটবাজর স্টেশন থেকে নাম্বার বিহীন ব্যাটারী চালিত একটি টমটম অটো মরিচ্যা যাওয়ার পথে কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজর স্টেশন উত্তর পার্শ্বের সার্ভিসিং নামক এলাকায় কক্সবাজার গামী একটি সিলাইন মিনি বাস ওভারটেক করে যাওয়ার সময় টমটমটিকে চাপা দেওয়ার চেষ্টা করলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এলাকাবাসী এসে দূঘর্টনায় কবলিত টমটমে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। টমটমে থাকা ৮ যাত্রীর মধ্যে মহিলাসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন, রুমখাঁ বাজার পাড়া এলাকার মৃত মোজাহের খলিফার পুত্র আব্দুল গফুর মনু (৩৮), প্রাণ কোম্পানীর এসআর আজিম উদ্দিন (২৫), পাতাবাড়ী এলাকার জাফর আলম (৪০), ও বাকী দুই মহিলার নাম পরিচয় জানা যায়নি। আহত ৫ জনের মধ্যে ২ মহিলা ছাড়া বাকী ৩ জনের অবস্থা আশংখ্যা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে। গুরুতর আহত ২ জনকে কক্সবাজার সদর হাসপাতাল ও ১ জনকে কোটবাজার অরিজিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...