প্রকাশিত: ২০/০১/২০১৯ ৭:৩০ এএম

নিজস্ব প্রতিনিধি::

উখিয়ার পূর্বাঞ্চলীয় জনপদের অন্যতম একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন জবর দখলের অভিযোগ উঠেছে। সাময়িক ব্যবহারের অনুমতি নিয়ে দীর্ঘ স’ায়ী ভোগদখলের জন্য ওই ভবনটি বর্তমানে একটি এনজিও সংস’া সংস্কার করার ঘটনা নিয়ে শিক্ষা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছে। ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, ২০০৮ সালে সাময়িক ব্যবহারের অনুমতি নিয়ে ডেইল পাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত ভবনটির দখল ছাড়েনি। যার ফলে স’ান সংকুলানের অভাবে প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন বরাদ্দ পাওয়ার শর্তেও নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। তিনি আরো বলেন, উক্ত ভবন সংস্কার কাজে বাধা দিতে গেলে প্রতিপক্ষ তার উপর হামলার চেষ্টা চালায়। এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ করা হয়েছে। এঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, সাময়িক ব্যবহারের অজুহাতে দীর্ঘ স’ায়ী দখলের পায়তাঁরার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলমের সাথে আলাপ করা হলে তিনি বলেন, ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দখলের ব্যাপারে ইউএনওর সাথে আলাপ আলোচনা করে ব্যবস’া নেয়া হবে। সাময়িক ব্যবহারের অজুহাতে দীর্ঘস’ায়ী দখলের রাখার জন্য প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সংস্কারের ব্যাপারে জানতে চাওয়া হলে ডেইলপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফুর আলম জানান, তারা উক্ত ভবনটি ব্যবহারের জন্য ২০০৮ সালে তৎকালীন প্রাথমিক শিক্ষা অফিসার থেকে অনুমতি নিয়েছে। উক্ত ভবন সংস্কারে বাধা দেয়ায় তিনি ইউএনওকে অভিযোগ করেছেন বলেও সাংবাদিকদের জানান। ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, বিষয়টির ব্যাপারে উভয়পক্ষকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু দুটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ব্যক্তিস্বার্থ হাসিলের মতো কারো কোন উদ্দেশ্য নেই।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...