প্রকাশিত: ২২/০৭/২০১৮ ৮:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া উপজেলায় সুপারিগাছের প্রায় ২০০ চারা দুর্বৃত্তরা কেটে ফেলেছে। গত শুক্রবার রাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন চারাগুলো কেটেছে।

হলদিয়া পালং ইউপি সদস্য ফজলুল করিম জানান, খেওয়াছড়ি গ্রামে ফরিদ আলম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কিন্তু পাশের রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি তাঁর বসতভিটা জবরদখল করতে চায়। বিষয়টি এলাকার সবাই অবগত। ফরিদ আলমের অভিযোগ, জমি দখলে ব্যর্থ হয়ে ওই প্রভাবশালীর লোকজন সুপারির চারাগুলো কেটে ফেলেছে।

হলদিয়া পালং ইউনিয়নের আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমকে জানানো হয়েছে। চেয়ারম্যান জানান, উভয় পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা চলছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...