বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৫/১০/২০১৮ ৯:৫০ পিএম , আপডেট: ২৩/০৭/২০২৩ ৭:০৬ পিএম

কক্সবাজার র‌্যাব ৭ এর অধিনস্থ টেশনাফ ক্যাম্পের র‌্যাব সদস্যরা উখিয়ার কোটবাজার এলাকায় এএস শপিং সেন্টারে অভিযানের নিমিত্বে সোমবার সকাল ১০ টা পর্যন্ত রাজাপালং ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় যাত্রীবাহি গাড়ীতে তল্লাশি অভিযান চালায়। দুপুর সাড়ে ১২ টার দিকে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজার মেসার্স এসএসটি আর রাইচ এজেন্সীর দোকানে তল্লাশি অভিযান শুরু করে। র‌্যাব সূত্রে জানা যায়, এসময় তার দোকানের ভিতরে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি লক্ষ করে ওই মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘঁনাস্থল ত্যাগ করেন। টেশনাফ ক্যাম্পের অভিযানীক দলের লেঃ মির্জা শাহেদ মাহতাব(এক্স) এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা দোকানের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুই লক্ষ ৬ হাজার ৯শ পিস আমদানি নিষিদ্ধ মিয়ানমারের সিগেরেট উদ্ধার করে। অবৈধ ভাবে সিগেরেট আমদানী ও বিক্রির অভিযোগে র‌্যাব সদস্যরা দোকানের মালিক রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাদবর পাড়া গ্রামের মোঃ ইস্কান্দর হোসেন চৌধুরীর ছেলে মোঃ ইকবাল হোসেন সোহেল চৌধুরী (৩১) কে আটক করতে সক্ষম হলেও উক্ত মাদক ব্যবসার সাথে জড়িত রাজনৈতিক নেতা নামধারী গডফাদার গ্রেপ্তারের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে জানা গেছে। র‌্যাব ৭ কক্সবাজার এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...