প্রকাশিত: ২৭/০৭/২০১৬ ১০:৩২ পিএম

এম বশর চৌধুরী, উখিয়া ::

কক্সবাজারের উখিয়ার রুমখা মৌলভী পাড়া গ্রামে ফিল্মি ষ্টাইলে মাদ্রাসা ছাত্রী অহরন করতে গিয়ে ভাড়াটিয়া ২ সন্ত্রাসী ও অপহরন কাজে ব্যবহ্নত একটি সিএনজি গাড়ী জব্দ করে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয় জনতা। সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ফাতেমা বেগম বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন। আটক ভাড়াটিয়া সন্ত্রাসীরা হলেন, জালিয়া পালং জুম্মাপাড়া গ্রামের বদি আলমের ছেলে বেলাল আহমদ প্রঃ লম্বা বেলাল (২৮), মীর কাশেমের ছেলে শাহ জাহান (৩২)।

অভিযোগে প্রকাশ, রুমখা মৌলভী পাড়া গ্রামের আলী আকবরের বখাটে ছেলে আব্দুল গফুর (৩০) দীর্ঘ দিন ধরে একই গ্রামের মোঃ হোছনের মাদ্রসা পড়–য়া এক ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে উক্তাক্ত করে আসছিল। পরিবারের লোকজন প্রতিবাদ করায় ২৬  জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ১১ টার দিকে উক্ত আব্দুল গফুর এবং তার বন্ধু মৃত নুর আহম্মদের ছেলে সালাহ উদ্দিন (২৭) পাইন্যাশিয়া জুম্মাপাড়া এলাকার কুখ্যাত ভাড়াটিয়া সন্ত্রাসী বেলাল আহমদ প্রঃ লম্বা বেলাল (২৮) ও শাহ জাহান (৩২) সহ অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী ভাড়া করে মোঃ হোছনের বসত ঘরে হামলা করে মাদ্রসা ছাত্রীকে অপহরনের চেষ্টা করে। মোঃ হোছনের স্ত্রী ফাতেমা বেগম থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, সন্ত্রাসীরা তার বাড়ীতে হামলা করে নগদ টাকা ও স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা ফাতেমা বেগম (৪৭), মোঃ হোছন (৫৫) ও রিজিয়া আক্তার (১৪) দের মারধর করে জখম করে। পরে পাড়ালিয়া লোকজন ঘটনাস্থলে এসে ২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী আটক করে এবং অপহরন কাজে ব্যবহ্নত পাইন্যাশিয়া এলাকার একাধিক মামলার আসামী আবুল কালামের মালিকানাধীন সিএনজি অটো রিক্সা গাড়ী নং- কক্সবাজার- থ, ১১- ২৯৮৪ আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, জালিয়া পালং জুম্মাপাড়া গ্রামের বদি আলমের ছেলে বেলাল আহমদ প্রঃ লম্বা বেলাল (২৮), মীর কাশেমের ছেলে শাহ জাহান (৩২) সহ একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া ক্যাড়ার হিসাবে বিভিন্ন সন্ত্রাসী মূলক কাজ করে আসছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপর দিকে আটক শাহ জাহানের স্ত্রী ও পরিবারের লোকজন এবং স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী অভিযোগ করে জানান. শাহ জাহান সিএনজি গাড়ী চালায়। আব্দুল গফুর ও সালাহ উদ্দিন তার গাড়ীটি রুমখা মৌলভী পাড়া যাওয়ার কথা বলে ভাড়া করেছিল। সন্ত্রাসী কাজে আটক শাহ জাহান জড়িত নাই এবং সে অপরাধী নয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...

লাইসেন্সের কোন কাজ নেই, টাকা দিলে লাইসেন্স লাগে না!- উখিয়ার ব্যবসায়ী সাদ্দাম

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কথিত লেভেল লাগিয়ে অবৈধভাবে ব্যাটারির পানি বিক্রি করেন উখিয়ার সাদ্দাম মটরসের স্বত্তাধিকারী ...