প্রকাশিত: ১৭/০৭/২০১৮ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৭ এএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
উখিয়া জুড়ে মোটরসাইকেল ও মোবাইল চুরি-ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত কয়েকদিন আগে মোটরবাইক ও মোবাইল চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চোর-ছিনতাইকারীরা টার্গেট করে বিভিন্ন বাসায় হানা দিচ্ছে। তাদের এই নতুন কৌশলে আতঙ্কিত মোটরবাইক মালিকরা। আগে রাস্তায় বা বাইরে রাখা মোটরসাইকেল বেশি চুরি হলেও এখন অপরাধীরা বাড়ি বাড়ি হানা দিচ্ছে। বাড়ির পার্কিংয়ে রাখা মোটরসাইকেল তালা ভেঙ্গে নিয়ে যাচ্ছে তারা। অপরদিকে মোবাইল ছিনতাইকারীরা টমটমে যাত্রী সেজে এনজিও নারী কর্মীদেরকে টার্গেট করে।গত দুই দিন আগে এই প্রতিবেদক উখিয়া স্টেশন জামে মসজিদ থেকে বের হয়ে দেখতে পান, মসজিদের সামনে রাস্তার পাশে অসংখ্য মানুষের ভীড়। ভীড়ের ভেতর এক মহিলা আতঙ্কিত হয়ে কান্না করছে। সাংবাদিক পরিচয় দিয়ে কান্নার কারণ জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করার শর্ত দিয়ে বলেন, আমার নাম জেসিকা (ছন্মনাম)। আমি উখিয়া রাজাপালং ইউনিসেফ হাসপাতালের সেবিকা। কোটবাজার এলাকায় ভাড়া বাসায় থাকি। কোটবাজার থেকে উখিয়ায় আসার সময়ে টমটমে আমার পাশে বসা লোকটি ব্যাগ থেকে কৌশলে দামি মোবাইল সেটটি ছিনতাই করে পালিয়ে যায়। আমি তাকে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে, তিনি থানা পুলিশ করে ঝামেলায় যেতে চান না বলে জানান। জুলেখা নামের আরেক এনজিও কর্মী বলেন, ভাই আমরা দিনাজপুর থেকে এসে এখানে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করি। এখানকার কাউকে আমরা চিনিও না। সকাল বেলা ক্যাম্পে যাওয়ার সময়ে টমটমে আরেক যাত্রী আমার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয়।আমি বাধা দিতে চেষ্টা করলে সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে চাইলে আমি দ্রুত পালিয়ে যায়। উখিয়া সদর মৌলভীপাড়া এলাকার ডাক্তার মোহাম্মদ ইউনুছ বলেন, বিশ্বকাপ খেলা চলাকালীন সময়ে রাতে আমি আমার বাড়ির পার্কিংয়ে মোটরবাইকটি তালা দিয়ে রাখি।সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার মোটরবাইকটি নেই।সম্প্রতি সংঘটিত কয়েকটি ঘটনা থেকে দেখা যাচ্ছে, চুরি বা ছিনতাইয়ের বেশিরভাগ ঘটনা ঘটছে রাতে আর এনজিও কর্মীদের যাতায়াতের সময়ে। গত এক মাসে অর্ধ ডজনের বেশি ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় চোর-ছিনতাইকারীদের হামলায় এক এনজিওকর্মী আহত হয়েছেন। ভুক্তভোগীরা বলেছেন, মোটরসাইকেল চুরি বা ছিনতাই হলে সে ঘটনার তদন্ত হয় না।সাধারণ ডায়েরি (জিডি) করেই দায় সারে পুলিশ।ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের ঘটনাও কম। তদন্ত ও মামলা না হওয়ায় শত শত ঘটনা ধামাচাপা পড়ছে। এ সুযোগটি কাজে লাগিয়ে কৌশল পাল্টে বাড়িতেই ঢুকছে অপরাধীরা।এ জন্য গভীর রাতে বাসার নিচে পার্ক করে রাখা মোটরসাইকেলটির দিকেই টার্গেট অপরাধীদের।পরিকল্পিত উখিয়া চাই এর আহবায়ক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার বলেন, রোহিঙ্গাদের কারণে এনজিওকর্মী মহিলারা নিরাপদে বিচরণ করেছেন।ছিনতাইয়ের ঘটনায় ভাবিয়ে তুলেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও সচেতন থাকতে হবে।বহিরাগত হাজার হাজার লোকজনের অবাধ চলাফেরায় অনেক অপরাধীও এখানে থাকতে পারেন। তাই উখিয়ার সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে সজাগ থাকার আহবান জানান। উখিয়া থানার ওসি (তদন্ত) জানান, এ ধরনের ঘটনায় কেউ অভিযোগ করেননি। এরপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

পাঠকের মতামত

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চলন্ত সিএনজিতে সিলিন্ডার বি’স্ফোরণ, চালক নিহত

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চন্দনাইশ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে ...