প্রকাশিত: ১৫/০১/২০১৮ ৮:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
দু,ইউএনওকে লাঞ্চিত করা ও প্রশাসনকে তথ্য প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনের অভিযোগে রেডক্রিসেন্ট হাসপাতালের টিম লিডার নুরান হেনরীকে কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে বাংলাদেশ ত্যাগের নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতিসংঘ শরনার্থী বিষয়ক সহকারী সচিব মোঃ শোয়েব আব্দুল্লাহ সাক্ষরিত এক পত্রের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাদের অসৌজন্য মুলক আচরন কারী নুরান হেনরিকে বরখাস্তের কথা বলা হয় এবং তাকে একদিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট এলাকায় অবস্থান নেয়া রোহিঙ্গা নাগরিক আবদুর রহিমের তাঁবুতে জ্বলন্ত মোম থেকে অগ্নিকাণ্ডে তার স্ত্রী ঘুমন্ত নূর সাবা (৩০), ছেলে আমিন শরীফ (৮), দিলশান বিবি (১২) ও আসমা বিবি (৫) পুড়ে আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী ঘুমধুম রেডক্রিসেন্টের অস্থায়ী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তারা। কিন্তু এ ঘটনাটি সংশ্লিষ্ট এলাকার কোনো প্রশাসনকে অবহিত না করে গোপনে লাশ দাফনে সহায়তা করে হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার সকালে বিষয়টি যাচাই করতে হাসপাতালে যান নাইক্ষ্যংছড়ি ইউএনও এসএম সরওয়ার কামাল ও উখিয়া ইউএনও নিকারুজ্জামান। প্রথমে পকেট গেটের সামনে অবস্থানরত সিকিউরিটি গার্ড দুই ইউএনওকে সদর গেট অতিক্রম করতে দিলেও মাঝপথে নরওয়ের ডেলিগেট নুরান নামে এক বিদেশি নাগরিক দুই ইউএনও’র সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে গেট থেকে বের করে দেন। এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান বলেন,অগ্নিকাণ্ডে রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি প্রতিবেদন দাখিলের বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউএনও স্যারসহ রেডক্রিসেন্ট হাসপাতাল গেলে জনৈক অস্ট্রেলিয়ান এক নাগরিক (টিম লিডার) আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল জানান, রেডক্রিসেন্ট হাসপাতালটি নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমানায়। অগ্নিকাণ্ডে রোহিঙ্গার মৃত্যুর বিষয় জানতে গিয়ে দু’জন ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণকে লাঞ্ছনা হিসেবে মনে করছেন তারা। এ প্রসঙ্গে জানতে ঘুমধুম রেডক্রিট হাসপাতালে বাংলাদেশি স্টাফদের জন্য দায়িত্বে নিয়োজিত কো-অর্ডিনেটর ডা. বেলাল হোসেন বলেন, বিদেশি ওই নাগরিক প্রশাসনের দুই কর্মকর্তাকে চিনতে পারেনি। এ ঘটনায় নুরান হেনরিকে বরখাস্ত ও বাংলাদেশ থেকে বহিস্থার করা হলো।

পাঠকের মতামত