প্রকাশিত: ১৯/০৮/২০১৮ ৭:৩৩ এএম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::
কক্সবাজারে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কারণে ছাত্রকে মারধরকারী মাদরাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার মাদরাসা পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৫ আগস্ট উখিয়া উপজেলার ফাঁড়ির বিল এম কিউ আলিম মাদরাসার শোক দিবসের অনুষ্ঠানে ওই মারধরের ঘটনা ঘটে। ওই দিন সকালে মাদরাসার একজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর ভাষণ মাইকে বাজাচ্ছিল। এ সময় শিক্ষক হোসাইন মোহাম্মদ জুলু তাকে বাধা দেন। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ফের ভাষণ বাজালে শিক্ষক জুলু তাকে মারধর করেন। একপর্যায়ে ভুক্তভোগীর হাতে থাকা মোবাইল ফোন সেটটি আছড়ে ভেঙে দেওয়া হয়। এ নিয়ে গতকাল একটি জাতীয় দৈনিকের বরাতে উখিয়া নিউজ ডটকমে ‘মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার : উখিয়ায় মাদরাসায় ছাত্রকে মারধর শিক্ষকের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ জমির উদ্দিন মাহমুদ বলেন, ‘মাদরাসা পরিচালনা কমিটির অনুষ্ঠিত সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মঞ্জুর বলেন, ‘ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সভার সিদ্ধান্ত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।’

পাঠকের মতামত