প্রকাশিত: ১৫/১০/২০১৮ ৯:২৯ পিএম

শফিক আজাদ,উখিয়া::

সড়কে যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে উখিয়া উপজেলা প্রশাসন সম্প্রতি উখিয়া ষ্টেশনের ফুটপাতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ দোকান-পাট উচ্ছেদ করেছে। এসময় অন্তত ২৮জনের অধিক ভাসমান হকার তাদের স্থান হারায়। কিন্তু এ অভিযানে ফলে সকল শ্রেণী পেশার মানুষের সুনাম কুড়ায় ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী। তবে ভাসমান হকারেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আকুতি জানিয়ে একটি আবেদন করেছে। এতে তারা বলেছেন, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ফুটপাতে ব্যবসা করে তাদের সংসার চলে। বর্তমানে তাদের পরিবারে অনেক ছেলে/মেয়েরা অভাব অনটনের মধ্যে পড়ে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে। এমতাবস্থায় সড়কের পাশের্^ ফুটপাতে না হলেও অন্য একটি স্থানে তাদেরকে পূর্ণবাসন করে এক মুঠো ভাতের ব্যবস্থা করার।

এ ব্যাপারে হকার নেতা মোঃ সেলিম বলেন, দীর্ঘদিন ধরে আমরা উখিয়া ষ্টেশনের ফুটপাতে সামান্য পুঁজিতে ব্যবসা করে কোন রকম জীবন-জীবিকা নির্বাহ করে আসছিলাম। সম্প্রতি উচ্ছেদ হয়ে যাওয়ার কারনে চরম মানবেতর দিন যাপন করছি। ইউএনও মহোদয়ের আমাদের অনুরোধ অন্যত্রে হলেও পূর্নবাসন করার।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, হকারদের আবেদন বিবেচনা রাখা হয়েছে।

পাঠকের মতামত