প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৫:১৭ পিএম , আপডেট: ৩১/০৮/২০১৬ ৭:১৯ পিএম

mapবিশেষ প্রতিবেদক::

উখিয়ায় ইয়াবার টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দু”শীর্ষ ইয়াবা গডফাদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছে।আহত ইয়াবা গডফাদার মাহমমুদুল হককে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত জাহেদকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে মামাতো ফুফাতো দু,ভাই মাহমুদুল হক ও জাহেদ দু গ্রুপে ভাগ করে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে উখিয়া উপজেলার জাদিমুরা নামক এলাকায় পাচারকৃত ৫০ হাজার ইয়াবার লাভের টাকা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মাহমুদুল হক গ্রুপের মাহমুদুল হকের সাথে ছিল নিদানিয়ার তাহের,খয়রাতির জসিম ও হেলাল,অন্যদিকে জাহেদ গ্রুপের জাহেদুল ইসলামের সাথে ছিল নাছির,ইসলাম ও সালাম।এ সময় চুরিকাঘাতে মাহমুদুল হক,জাহেদ আহত হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
সুত্রে জানা গেছে, উখিয়া থানা প্রশাসনের ছত্রছায়ায় ইয়াবা বানিজ্য করে আংগুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাহমুদুল হক অল্প সময়ে কোটিপতির খাতায় নাম লিখিয়েছে।নামে বেনামে গড়ে তুলেছে একাধিক ব্যাবসা প্রতিষ্টান,গাড়ী নিয়েছে ১০টির অধিক।সম্প্রতি ২টি নোহা নিয়েছে যার নাম্বার ঢাকা মেট্রো ১৫-৫৪৫২ ও ঢাকা মেট্টো-১১-৩৪৪৮। এ ব্যাপারে উখিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাহমুদুল হকের পক্ষে একটি অপহরণের অভিযোগ পেয়েছি, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...