প্রকাশিত: ২৩/০২/২০১৮ ৭:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৭ এএম

শ.ম.গফুর::
কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী পাতাবাড়ী শৈলরঢেবা একতা সংঘ আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পাতাবাড়ী খেলার মাঠে ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিন।
টুর্ণামেন্টের উদ্বোধন ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, পাতাবাড়ী সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম কামাল উদ্দিন, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও কুতুপালং সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি নুুরুল হক খান, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, প্লাবন বড়ুয়া, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাষ্টার আদিত্য বড়–য়া রাহুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেধু বড়ুয়া। সার্বিক দায়িত্ব পালন করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল কাদের, সমন্বয়ক আবদুর করিম। উক্ত উদ্ভোধনী খেলায় অংশ নেন কক্সবাজার খেলোয়াড় সমিতি বনাম কুতুপালং রাইজিং ষ্টার ক্লাব। খেলা দেখার জন্য বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছিল। নির্ধারিত খেলায় কোন দল গোল করতে পারেনি বিধায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৫-৪ গোলে কক্সবাজার খেলোয়াড় সমিতি জয় লাভ করেন। কক্সবাজার খেলোয়াড় সমিতির গোল রক্ষক রাহুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এ সময় প্রধান অতিথি বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। এখনো ফুটবল গ্রামঞ্চলের জনপ্রিয় খেলা।শুক্রবারের খেলায় অংশ নেবে রামু উপজেলার ফুটবল বাচাই একাদশ বনাম উখিয়ার থাইংখালী ক্রীড়া সংস্থা।

পাঠকের মতামত