প্রকাশিত: ২৩/০৭/২০১৯ ৮:০৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালিক। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়ার কুতুপালং ১৭ নং ক্যাম্পে পৌছে। ওখানে অবস্থিত ওয়াচ টাওয়ারে উঠে রোহিঙ্গা শিবির পর্যবেক্ষণ করেন। এ সময় মন্ত্রী বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মূখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারনে উখিয়া-টেকনাফের মানুষ চরম স্বাস্থ্য ঝুকিতে রয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয়দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংক সরকারকে দেড়শ মিলিয়ন ডলার সহযোগীতা করেন। আর এসব টাকার ৯০ ভাগ ব্যয় করা হবে স্থানীয়দের সেবায়। এর পর ইউনিসেফের অর্থায়নে আরটিএম হাসপাতাল পরিদর্শনে যান। ওখানে রোহিঙ্গাদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সাথে কথা বলেন। এছাড়াও মন্ত্রী ক্যাম্প ৮ ওয়েস্ট অবস্থিত এমএসএফ হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দেরকেও চিকিৎসা সেবা দেওয়ার পরামর্শ দেন ডাক্তারগণকে। রোহিঙ্গারা যাতে সু-চিকিৎসা পায় এ ব্যাপারে নজর রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি হেল্থ ষ্পেয়ালিস্ট এইচএমপি গ্লোবাল প্রাকটিস ডাঃ বুশরা বিনতে আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (পরিকল্পনা) ডাঃ মহিদ উদ্দিন ওসমানি, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ হাসান শাহরিয়া, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল মতিন ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল মন্নান ও ক্যাম্প ইনচার্জ আবু সালেহ মুহাম্মদ ওবাইদুল্লাহ। মন্ত্রী সন্ধা ৬ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।

Share this:

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...