প্রকাশিত: ২৪/০৪/২০১৭ ৯:২০ এএম , আপডেট: ২৪/০৪/২০১৭ ১০:১৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খান ও ছাত্রদল নেতা মোঃ আলম রোববার ভোর রাতে ঢাকা নারায়নগঞ্জ এলাকায় ৩ হাজার পিস ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ইয়াবার বৃহত্তর চালান নিয়ে ঢাকায় যাওয়ার জন্য শনিবার সন্ধায় যাত্রীবাহী বাসে করে ঢাকায় যাওয়ার পথে নারায়নগঞ্জ এলাকায় রোববার ভোররাতে গাড়ীটি পৌছলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাস্থ ডিবি পুলিশের একটি দল তল্লাসি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা সহ উপজেলার মৌলভী পাড়া গ্রামের মোবাশ্বরের ছেলে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান খান ও একই গ্রামের মোঃ আবছারের ছেলে মোঃ আলম কে আটক করে। উল্লেখ্য, আটককৃত ইমরানের পিতা মোবাশ্বের সম্প্রতি ৫০ হাজার পিস ইয়াবা সহ আটক হয়ে দীর্ঘ ৮ মাস কারাভোগ শেষে ঢাকা জেল হাজত থেকে জামিনে মুক্ত হওয়ার ১ মাসের মাথায় তার ছেলে ছাত্রদল নেতা ইমরান গ্রেপ্তার হয়।। থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন। জানা গেছে,দীর্ঘদিন ধরে ছাত্রদল,ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের আড়ালে ইয়াবা বানিজ্য চালিয়ে যাচ্ছে উখিয়ার একাধিক সিন্ডিকেট। এসব সিন্ডিকেট সদস্যারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা পদবি ব্যবহার করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাদের ম্যানেজ করে ইয়াবার টাকায় কিনে নিচ্ছে দলের গুরুত্বপূর্ণ পদ,এ অভিযোগ দীর্ঘদিনের।

পাঠকের মতামত