প্রকাশিত: ২২/০২/২০২১ ৭:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক::

উখিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন মৌলভীপাড়া ইন্ডিপেন্ডেন্ট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত অনলাইন ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকাল ১১ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় তিনি উখিয়ার তরুণদের যেকোনো সামাজিক কর্মকান্ডে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণদের এই মেধাভিত্তিক প্রয়াস, সুন্দর সমাজ বিনির্মাণে অনন্য ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, জাতীয়পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সিকদার ভুট্টাে।
মৌলভীপাড়া ইন্ডিপেন্ডেন্ট ক্লাবের উপদেষ্টা মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ নূরী, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির,উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাহমিনা খানম, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহেদুল ইসলাম, টাইপালং দারুছুন্নাহ হামিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ ইসমাইল, কৃষকলীগ নেতা মোঃ ইব্রাহিম, ইয়াসিদের প্রতিষ্ঠাতা কায়ছার হামিদ,
মৌলভীপাড়া ইন্ডিপেন্ডেন্ট ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন তানজিম, সাধারণ সম্পাদক শামীমুর রহমান প্রমুখ সঞ্চালনায় ছিলেন রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিযোগিতার দুই বিভাগে শীর্ষস্থান অর্জনকারীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ,
উখিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

পাঠকের মতামত