প্রকাশিত: ২১/০৭/২০২১ ৯:৪৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বুধবার ২১ জুলাই ঈদুল আজহার দিন কক্সবাজার জেলায় ২ টি প্রতিষ্ঠানে ২ ধরনের পদ্ধতিতে করোনা’র নমুনা টেস্ট করে মোট ৬৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২০৮ জনের নমুনা টেস্ট করে ৫৪ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১৫৪ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালে একইদিন ৩৮ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট (Rapid Antigen Test-RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে ১৪ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ শনাক্ত করা হয়। বাকী ২৪ জনের টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের (পিসিআর) ল্যাবে শনাক্ত হওয়া ৫৪ জন করোনা রোগীর মধ্যে ১ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৫৩ জনের মধ্যে ২ জন বান্দরবান জেলার রোগী। অবশিষ্ট ৫১ জন সকলেই কক্সবাজারের রোগী।

তারমধ্যে, ৭ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া উখিয়া উপজেলায় ১৫ জন, রামু উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ২১ জন, চকরিয়া উপজেলায় ৪ জন এবং পেকুয়া উপজেলার ১ জন রোগী রয়েছে। আজ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে কক্সবাজার সদর উপজেলার কোন করোনা রোগী শনাক্ত করা হয়নি।

আবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে নমুনা টেস্ট করে আজ করোনা শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার রোগী ১০ জন, রামু উপজেলার রোগী ১ জন, উখিয়া উপজেলার রোগী ১ জন, চকরিয়া উপজেলার ১ জন এবং পেকুয়া উপজেলার রোগী ১ জন।

এদিকে, গত ১৯ জুলাই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছে ১৫৮ জন। তারমধ্যে, ২৪ জন রোহিঙ্গা শরনার্থী

পাঠকের মতামত