প্রকাশিত: ১২/০২/২০১৭ ৯:১৫ এএম

নিউজ ডেস্ক::

ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর বলেছেন, আলোচনা করে মাদক সমস্যার সমাধান হবে না। যারা দেশ চালাচ্ছেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তাদের কাজ কী? টেকনাফের মাত্র কয়েকটা জায়গা দিয়ে ইয়াবার চালান আসে। আমাদের এত এত বাহিনী আছে কেন? সদিচ্ছা থাকলে ইয়াবা বন্ধে মাত্র দু’দিন দরকার।
শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘মাদকের ভয়াবহ আগ্রাসন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মিশা সওদাগর বলেন, সুন্দর সুন্দর কথা বলে ইয়াবা সমস্যার সমাধান হবে না। সবাই মিলে বিদ্রোহ করতে হবে। তিনি বলেন, সিনেমায় আমি খল চরিত্রে অভিনয় করি ঠিকই, কিন্তু ৫১ বছরের জীবনে একটা সিগারেট খাইনি, পান-বিড়ি কিছুই মুখে দেইনি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এ সময় তিনি সিনেমার ডায়লগের সুরে বলেন, ‘নাটক করে কাজ হবে না। ফিল্ম বানাও ইয়ার’।

পাঠকের মতামত