প্রকাশিত: ২৩/০৯/২০১৮ ৮:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

উখিয়া – টেকনাফের গুটিকয়েক খারাপ মানুষের কারনে সৃষ্ট ইয়াবা অঞ্চলের নাম গুচাতে চাই অঙ্গিকারব্যক্ত করে সম্ভাব্য সাংসদ প্রার্থী বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও বাংলাদেশ জাতীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান শ্রীমতি সাধনা দাশ গুপ্তা টেকনাফের শাপলা চত্বরে লিফলেট বিতরনের পরে অনুষ্টিত পথ সভায় বলেন, মানবতারজননী শেখ হাসিনার কল্যানকর রাজনীতির বিস্তার ঘটাতে মাঠে নেমেছি। গতকাল শনিবার টেকনাফের হ্নীলা ষ্টেশন , মৌলভী বাজার, মিনা বাজার, কাঞ্জন পাড়া, হোয়াইক্যং ও উলুবনিয়া পথসভায় তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ত্যাগী ও পরিক্ষিত নেতাকে মনোয়ন দেওয়ার আহব্বান জানান। তিনি বলেন, দেশ আজ খাদ্যে সয়ংসম্পন্ন। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দিয়ে জননেত্রী, প্রধানমন্ত্রী বিশ্বেরমানবতার মা হিসাবে পরিচিতি লাভ করেছে। তার এ উদারতার সুযোগ নিয়ে বেশ কয়েকজন সুবিধা ভোগী নেতা মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছে। টাকার বস্তা নিয়ে কেন্দ্রিয় পর্যায়ে নেতা কর্মীদের কাছে ধর্ণা দিচ্ছে। আমি উখিয়া – টেকনাফের আপমর জনসাধারনকে আহব্বান জানাবো জননেত্রীর হাতেগড়া এ সোনার বাংলাদেশের সর্বদক্ষিনে অবস্থিত উখিয়া টেকনাফ আসনে তিনি মনোনয়ন দিতে কখনো ভুল করবেনা। আমি সবুজ সংকেত নিয়ে মাঠে নেমেছি। আমি গনমানুষের, হতদরিদ্র পরিবারের আত্নসমাজিক উন্নয়নের জন্য নিজের জীবনকে উৎস্বর্গ করব। যদি মহান সৃষ্টিকর্তা আমাকে কামিয়াব করে। টেকনাফ তাঁতীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন, উখিয়া আওয়ামীলীগ নেতা এডঃ জমির উদ্দিন,তাঁতীলীগের চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়কারী কাজী জাফর আলম ভুলু, কেন্দ্রীয় তাঁতীলীগ নেতা বিপ্লব পাল, কক্সবাজার পৌর তাঁতীলীগ সভাপতি মোঃ শফি, বান্দরবান জেলা সভাপতি তারেক আহম্মদ বোকারী, কক্সবাজার জেলা তাঁতীলীগ নেতা এডঃ সোহেল রানা, যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম মনু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন। পরে হ্নীলা ষ্টেশনে সাবেক সংসদ সদস্য ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ আলীর সাথে মতবিনিময় করেন সম্ভাব্য সাংসদ প্রার্থী সাধনা দাশ গুপ্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...

লাইসেন্সের কোন কাজ নেই, টাকা দিলে লাইসেন্স লাগে না!- উখিয়ার ব্যবসায়ী সাদ্দাম

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কথিত লেভেল লাগিয়ে অবৈধভাবে ব্যাটারির পানি বিক্রি করেন উখিয়ার সাদ্দাম মটরসের স্বত্তাধিকারী ...