প্রকাশিত: ২২/০৭/২০১৮ ৩:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৫ এএম

ঢাকা: রামপুরা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৪২০ পিস ইয়াবাসহ পাঁচজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদুর রহমান বলেন, এই ঘটনায় গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী নারীরা হলেন, ফারজানা আফরীন মলি (২৯), রিয়া (২৫), লিওয়াজা আক্তার (৩৪), তাছলিমা আক্তার জারা (১৮) ও ফাহিমা আক্তার (২৮)।

রামপুরা থানা সূত্রে জানা যায়, শনিবার (২১ জুলাই) রাতে রামপুরা থানা এলাকা অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

অভিযানকালীন সময়ে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা হতে উল্লেখিত ব্যক্তিদের আটক করে নারী পুলিশ দিয়ে দেহ তল্লাশী করলে তাদের কাছে থেকে ১ হাজার ৪২০ পিস ইয়াবা পাওয়া যায়।

এই সংক্রান্তে রামপুরা থানায় দুইটি মামলা রুজু হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...