প্রকাশিত: ০৭/১১/২০১৮ ১০:৩৬ পিএম

চট্টগ্রাম – নগরীতে দশ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি।

সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে মামুনকে (৩৯) আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (দক্ষিণ)।

আটক ব্যক্তির বাড়ি কক্সবাজারের উখিয়ার আনজুমান পাড়ার মৃত শেখ আহমদের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামুন টেকনাফ থেকে নিজস্ব পিকআপে ইয়াবা এনে চট্টগ্রামে ব্যবসা করতো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) শাখার অতিরিক্ত উপ-কমিশনার ছত্রধরের নেতৃত্বে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা (দক্ষিণ) শাখার সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ডিবির ইন্সপেক্টর হাবিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার থেকে এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চলন্ত সিএনজিতে সিলিন্ডার বি’স্ফোরণ, চালক নিহত

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চন্দনাইশ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে ...