প্রকাশিত: ১০/০৬/২০১৮ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০০ এএম

ময়মনসিংহে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত কনস্টেবল আল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে কনস্টেবল আল আমিনকে আদালতে সোপর্দ করা হলে ১ নম্বর আমলি আদালতের বিচারক মাসুদুল হক রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর ঝুটন সরকার।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা বিভাগের ওসি আশিকুর রহমান আদালতে আল আমিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, জেলা গোয়েন্দা পুলিশ গত শুক্রবার নগরীর পুলিশ লাইন সংলগ্ন উত্তরা আবাসিক এলাকা থেকে মোতালেব নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, ময়মনসিংহ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিনের কাছ থেকে সে এই ইয়াবাগুলো সংগ্রহ করেছে। এরপর গোয়েন্দা পুলিশ শনিবার রাতে ময়মনসিংহ আদালত থেকে আল আমিনকে গ্রেফতার করে।

পাঠকের মতামত