প্রকাশিত: ০৪/০৭/২০২০ ২:১০ পিএম

করোনা ভাইরাসকে পুঁজি করে উপকূলীয় এলাকায় ফের মাদক সরবরাহ বৃদ্ধি পাওয়ায়। জনগণকে সচেতন করার লক্ষ্যে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ নিজে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহেশখালিয়া পাড়া গ্রামের স্কুলের সামনে ৩ জুলাই (শুক্রবার) বিকালে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন আপনারা জানেন মাদক হচ্ছে সকল অপকর্মের মূল।

আমরা এই মাদকের করালগ্রাস থেকে টেকনাফ বাসীকে রক্ষা করতে জনগনকে সাথে নিয়ে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তাই আপনারা মাদক থেকে নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। সঠিক তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।

মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সে যত বড় নেতা হোক বা ধনবান শক্তিশালী হোক না কেন যদি মাদকের সংশ্লিষ্ট ভাবে জড়িত থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন আজিজ রাসেল

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী এম.এ ...