প্রকাশিত: ১৫/০১/২০১৮ ৬:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৪ এএম

নিউজ ডেস্ক ::
গেল বছরের তুলনায় ইসলামী ব্যাংকের আমানত ও নতুন বিনিয়োগ বাড়লেও রপ্তানি ও রেমিটেন্স কমেছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উপলক্ষে সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আরাস্তু খান বলেন, গত এক বছরে ইসলামী ব্যাংকের ডিপোজিট ও পরিচালনা মুনাফা হয়েছে ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বেশি। এমনকি উল্লেখযোগ্য মাত্রায় কমেছে খেলাপী ঋণ।

৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ১৩০ কোটি টাকা যা তার আগের বছরের তুলনায় ৭ হাজার ২৪৪ কোটি টাকা বেশি।

৮ হাজার ৪৫৭ কোটি টাকা নতুন বিনিয়োগসহ সাধারণ বিনিয়োগের পরিমাণ ৭০ হাজার ৯৯ কোটি টাকা।

তবে এক বছরে রেমিটেন্স কমেছে ৬ শতাংশ সেই সাথে কমেছে রপ্তানিও। তিনি বলেন, ইসলামী ব্যাংক কখনো তারল্য সংকটে ভুগবে না।

গ্রাহকদের কাছ থেকে ইসলামী ব্যাংক ৭০ হাজার কোটি টাকা বকেয়া ঋণ পাবে। তবে ঘুষের বিনিমেয়ে ইসলামী ব্যাংক গ্রাহকদের ঋণ দেয় না বলে দাবি ব্যাংকটির চেয়ারম্যানের।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...