প্রকাশিত: ০৬/০৬/২০২১ ৭:৩১ এএম

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউইয়র্ক অফিসে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের জারিন ফাইরোজ মুন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন মুন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাসা থেকেই তিন মাসের এই ইন্টার্নশিপটি সম্পন্ন করবেন তিনি।

এ বিষয়ে জারিন ফাইরোজ মুনের বড় ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “গত মার্চ মাসে মোট তিন ধাপে মুনের ইন্টারভিউ নেয় ফেসবুক কর্তৃপক্ষ। পরে ওকে চূড়ান্ত করা হলে মে মাসের ২৫ বা ২৬ তারিখ থেকে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করে মুন।”

জারিন ফাইরোজ মুন ২০০৮ সালে শেরপুরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস ও ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। পরবর্তীতে একই বিভাগে শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন মুন

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...