প্রকাশিত: ১৬/০১/২০১৮ ১১:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৯ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া-টেকনাফের ৫ লাখ মানুষের নিরাপত্তা, জীবন-জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও মানসম্মত বসবাস করার মানষে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০লাখ রোহিঙ্গাকে একিভূত করার দাবী জানিয়েছেন উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এক হোটেলে অনুষ্টিত সাংবাদিক,সুশীল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও জনপ্রতিনিধির সমন্বয়ে অনুষ্টিত বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এ কথা বলেন। তিনি আরো বলেন, ক্যাম্পে যেসব এনজিওরা রোহিঙ্গাদের সেবা করার মনমানষিকতা নিয়ে কাজ করছে আদৌ তারা আর্ন্তজাতিক এনজিও ফোরামের নীতিমালা অনুসরণ করছে কিনা তা নিয়ে সুশীল সমাজের প্রশ্নবিদ্ধ হয়েছে। যেহেতু এসব এনজিও বর্তমানে প্রায় ৫হাজার রোহিঙ্গাকে চাকুরী দিয়ে পূর্নবাসন করেছে। ফলে এসব রোহিঙ্গারা স্বাবলম্বি হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাড়ি জমাচ্ছে। উখিয়া-টেকনাফে আশ্রিত এসব রোহিঙ্গারা অবাধে বিচরণ করার সুযোগ পেয়ে অনৈতিকতায় জড়িয়ে পড়ছে। বাড়ছে ইয়াবা আগ্রাসন, বৃদ্ধি পাচ্ছে চুরি,ডাকাতি এমনকি ক্যাম্পে যৌনতা নিয়ে ও সাধারণ মানুষের মাঝে রোহিঙ্গাদের বিদ্বেশ পূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। যার কারনে রোহিঙ্গা এবং স্থানীয় জনসাধারণের মাঝে ক্রমশঃ দুরত্ম বৃদ্ধি পাচ্ছে। যা অনতিবিলম্বে ভয়াবহ আকারে ধারণ করতে পারে। এতে হানাহানি, মারামারি,দাঙ্গা হাঙ্গামা বৃদ্ধি পেয়ে উখিয়া-টেকনাফের স্বাভাবিক পরিবেশ মারাত্মক বিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে। নেতৃবৃন্দরা দাবী করেন, তারা অবিলম্বে প্রধানমন্ত্রী সাথে স্বাক্ষাৎ করে উখিয়া-টেকনাফে বসবাসরত ১০ লাখ রোহিঙ্গাকে একিভূত করে তাদেরকে আইনশৃংখলাবাহিনীর বেষ্টনীতে নিয়ে আসার দাবী জানানো হবে। নেতৃবৃন্দরা আরো বলেন, আগামী ২৩ জানুয়ারী উখিয়া একেরাম মার্কেট চত্বরে বিশাল জনসমাবেশে এ দাবী বাস্তবায়নের জন্য সাধারণ মানুষকে উদ্বৃদ্ধ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, মাহাবুবুল আলম মাহাবুব, বণিক সমিতির সভাপতি একেরামূল হক, নির্বাহী সদস্য শেখ সাহাব উদ্দিন, কামাল উদ্দিন মিন্টু, আমিনুল হক চৌধুরী, রুহুল আমিন মেম্বার, নুরুল হক খান, এডভোকেট অনিল বড়–য়া, আসাব উদ্দিন মেম্বার, এএম কাশেম, আব্দুর রহিম, স্বপন শর্মা রণি, জয়নাল আবেদীন, ইমাম হোসেন, কায়সার, আক্তার উদ্দিন টুনু, উখিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।
যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার জানান, উপরোক্ত নব গঠিত কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কিত যাবতীয় কার্যক্রম চালিয়ে যাবেন।

পাঠকের মতামত

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চলন্ত সিএনজিতে সিলিন্ডার বি’স্ফোরণ, চালক নিহত

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চন্দনাইশ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে ...