প্রকাশিত: ২৩/০২/২০১৯ ৬:০৪ পিএম

নিউজ ডেস্ক
দেশে আশ্রিত ১২ লাখের মধ্যে আট লাখ রোহিঙ্গাকে রাখাইনে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গা ফেরত নিতে রাজি থাকলেও সঠিক পরিবেশ তৈরি করতে পারেনি। তবে শিগগিরই নিরাপদ রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার দুপুরে সিলেট নগরীর মিরাবাজারের মডেল হাই স্কুলে মন্ত্রীর এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলা ‘দুঃখজনক’ উল্লেখ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গারা নাগরিকত্বহীন জাতি হওয়ায় এতো উগ্র।

এর আগে সিলেট মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে মন্ত্রী বলেন, শিগগিরই সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। সরকারের অনুমোদন পেয়ে আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। ফলে নগরীতে ফ্রি ওয়াই-ফাই সেবা দেয়া হবে। ছেলে-মেয়েরা যেখানেই যাবে, সেখানে ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল সিটি বাস্তবায়ন হলে সব হাসপাতালে তথ্য পাওয়া সহজলভ্য হবে। হাসপাতালে কী ধরনের সেবা পাওয়া যায়, কতটি সিট খালি আছে সব তথ্য পাওয়া যাবে।

মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, এনজিও সংস্থা সীমান্তিকের চিফ পেট্রন ড. আহমদ আল কবীর।

এর আগে সকাল ১০টায় শাহজালাল স্কুলে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা গুণগত শিক্ষা ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হলে তারা দেশের দ্রুত উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তারা চাকরির অপেক্ষা না করে চাকরির সুযোগ দেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করতে চায়। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে দেশ মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে মুক্ত হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কমিউনিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ নেতারা।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...