প্রকাশিত: ১৬/০৯/২০২০ ৩:৩৬ পিএম
জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুজনের স্বারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি::

জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুজনের স্বারকলিপি প্রদান

কক্সবাজার সহ আশপাশের জেলার শহর এবং প্রত্যান্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থানীয়দের সাথে মিশে যাওয়া রোহিঙ্গাদের তালিকা তৈরি করার দাবীতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্বারকলিপি প্রদান করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা কমিটি। ১৬ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাৎ হোসেনের হাতে এই স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলে সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা। স্বারকলিপিতে সুজন নেতৃবৃন্ধ বলেন,১৯৭৮ সালের পর থেকে পর্যায় ক্রমে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়ের জন্য এসে স্থানীয়দের সাথে মিশে গেছে। তারা বর্তমানে অনেকে রাজনৈতিক এবং সামাজিক ভাবে প্রতিষ্টিত হয়ে পড়েছে এতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। অনেকে পরিচয় গোপন করে জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করেছে এখন আবার তাদের ছেলেমেয়েরা জাতীয় পরিচয় পত্র পাচ্ছে যা বন্ধ করা জরুরী। এছাড়া ২০১৭ সালের ২৫ আগষ্টের পরে আসা রোহিঙ্গাদের মধ্যে সরকারি হিসাবে অন্তত ২ লাখ রোহিঙ্গা ক্যাম্পে নাই, সে হিসাবে স্থানীয়দের মতে অতীতে সহ বর্তমানে স্থানীয়দের সাথে মিশেযাওয়া রোহিঙ্গাদের একটি তালিকা প্রণয়ন করা জরুরী। তাই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আগে আসা সহ সকল রোহিঙ্গা তালিকা তৈরি সংরক্ষণ এবং তা প্রকাশ করার দাবী জানানো হয়। যাতে ভবিষ্যতে এসব রোহিঙ্গারা বাংলাদেশে থাকলেও সরকারি বা স্থানীয় কোন সুযোগ সুবিধা যেন ভোগকরতে না পারে। স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সুজন কক্সবাজার জেলা কমিটির,সহ সভাপতি এপিপি এড,তাপস রক্ষিত, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান,নির্বাহী সদস্য ডাঃ চন্দন কান্তি দাশ,সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

পাঠকের মতামত

চকরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোল

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। পরিস্থিতি সামাল ...