প্রকাশিত: ১৬/০১/২০২২ ৯:৫৬ পিএম , আপডেট: ১৬/০১/২০২২ ৯:৫৬ পিএম

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এগিয়ে থাকা নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সমর্থকরা বিজয় উল্লাস শুরু করছেন। ভোটের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই তার কর্মী-সমর্থকরা বিজয় মিছির বের করেন। রোববার রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাসভবন চুনকা কুটিরের কাছে প্রধান নির্বাচনী ক্যাম্পে জড়ো হন কয়েক হাজার সমর্থক। তারা বিজয়ধ্বনি ও স্লোগান দিতে থাকেন। কেউ কেউ আতশবাজি ফুটিয়ে উল্লাস করছেন।

সর্বশেষ পাওয়া ১০০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আইভী পেয়েছেন ৭৬ হাজার ১৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৪৭ হাজার ৩৪৯ ভোট। রাতে ডিসি অফিসে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হচ্ছে।

এদিকে রাতে একই সময়ে সেলিনা হায়াৎ আইভীর বাসার সামনে একটি মনিটরে নির্বাচনের ফলাফল দেখানো হয়। এতে ১৯২ ভোটকেন্দ্রে আইভীর ভোট দেখানো হয় ১ লাখ ৬১ হাজার ২৭৩। প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকারের ভোট দেখানো হয়েছে ৯২ হাজার ১৭১।

আইভীর বাসার সামনে থেকে নির্বাচনের খবর পেয়ে পাড়ায়-পাড়ায় বিজয় মিছিল শুরু করেন তার সমর্থকরা।

আইভী বাসার মধ্যেই ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে বিজয় চিহ্ন দেখান তিনি।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...