প্রকাশিত: ১৯/১২/২০১৮ ২:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক – ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১২তম আসরের নিলাম বসেছে রাজস্থানের জয়পুরে। বিকাল ৪ টা থেকে শুরু হওয়া নিলাম এখনো চলছে। এবারের নিলাম বেশকিছু চমকের জন্ম দিয়েছে। বিগত আসরগুলোতে বেশ চড়া দামে বিক্রি হওয়া বেশকিছু তারকা ক্রিকেটার এবারের আসরের নিলামে দল পাননি। চলুন দেখে নেওয়া যাক এবারের আসরে দল না পাওয়া তারকা কয়েকজন ক্রিকেটারকে-

১. যুবরাজ সিং: ভারতের এক সময়ের তারকা ব্যাটসম্যানকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দলই। অথচ ২০১৫ সালের নিলামে ১৬ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন যুবরাজ। যা এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

২. ব্রেন্ডন ম্যাককালাম: নিউজিল্যান্ডের কিংবদন্তী ব্যাটসম্যান ব্রেন্ডন ক্যাককালামকে কে দলে ভেড়ায়নি কোনো দলই।

৩. ডেল স্টেইন: দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনেরও জায়গা হয়নি কোনো দলে।

৪. মার্টিন গাপটিল: কিউই হার্ডহিটার মার্টিন গাপটিলের নাম উঠলেও তাকে দলে ভেড়ায়নি কেউই।

৫. চেতেশ্বর পুজারা: ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাও এবারের নিলামে কোনো দল পাননি।

৬. মুশফিকুর রহিম: বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের নামও ছিল নিলামের তালিকায়। ২০১৬ সালের মত এবারও তাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দল।

এবারের আসরে ২২৮ জন ভারতীয় ও ১২২ জন বিদেশীসহ সর্বমোট ৩৫০ জন ক্রিকেটারের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। বিকেল চারটা থেকে শুরু হওয়া নিলাম এখনো চলছে। নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক তৈরি করেছেন ২০ লাখ রুপি ভিত্তিমূল্য নিয়ে আসা বরুন চক্রবর্তী। জাতীয় দলে অনভিষক্ত এই ক্রিকেটার বিক্রি হয়েছেন ৮ কোটি ৪০ লাখ রুপিতে। এবারের নিলাম আরও কি কি চমক দেখায় তা জানতে হলে আরও অপেক্ষা করতে হবে।

পাঠকের মতামত