প্রকাশিত: ২১/০৩/২০১৮ ৭:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৩ এএম

ডেস্ক রিপোর্ট::
‘আঁরা ভিখারি নঁ, আঁরা ভিক্ষুক নঁ। আঁর গলিত লাশ নঁ। কী আঁরা? আঁরা বহুত বড় হ গায়ি বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে। ঠিক আছে?’বলে চট্টগ্রামের ভাষায় মন্তব্য করেন আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের। চট্টগ্রামের পটিয়ায় তার বক্তব্যের একটি অংশ দিয়েছেন স্থানীয় ভাষায়। কাদের জানতে চান, ‘আপনারা মোটামুটি গম আছেন তো? মনটন ভালো?’।

বুধবার বিকালে পটিয়া সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের সভাপতি শেখ হাসিনার পাশাপশি অংশ নেন সাধারণ সম্পাদকও।

গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর পর এটি প্রধানমন্ত্রীর চতুর্থ জনসভা। এর আগে ৮ ফেব্রুয়ারি তিনি বরিশাল, ২২ ফেব্রুয়ারি রাজশাহী এবং ৩ মার্চ খুলনায় জনসভা করেন।

এর মধ্যে সিলেটের জনসভাতেও ওবায়দুল কাদের স্থানীয় ভাষায় বক্তব্য রেখেছিলেন। পটিয়ার জনসভায় বক্তব্য দিতে এসেও তিনি শুরুটা করেন এভাবে:

‘বোনেরা ক্যান আছ, ভাইয়েরা ক্যান আছ? মুরুব্বিরা ক্যান আছ?’

বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ার বিষয়টিতে ইঙ্গিত করে কাদের বলেন, ‘আইজগা বাংলাদেশ কি এখন গরিব? গরিব নাকি? আঁরা আর গরিব নঁ, আঁরা আর গবির নঁ।’

‘আঁরা ভিখারি নঁ, আঁরা ভিক্ষুক নঁ। আঁর গলিত লাশ নঁ। কী আঁরা? আঁরা বহুত বড় হ গায়ি বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে। ঠিক আছে?’।

এরপর অবশ্য কাদের আর চট্টগ্রামের ভাষায় চালিয়ে যেতে পারেননি। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এক সময় বাংলাদেশ ছিল সারা দুনিয়ার মধ্যে যত গরিব দেশ ছিল, বাংলাদেশ ছিল সবচেয়ে গরিব একটা দেশ। ভিক্ষকের জাতি আমরা নই।’

‘ভিক্ষুকের গুণ থাকতে পারে, মর্যাদা নেই। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে একটি মর্াদাশীল দেশ, একটি উন্নয়নশীল দেশ।’

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে কাদের বলেন, ‘আমি শুধু জানতে চাই বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনের প্রতি আপনাদের আস্থা আছে কি না।’

কাদের জনতার প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘১৬ কোটি মানুষ, ১৪ কোটির হাতে মোবাইল, কে দিয়েছে বলুন…১৬ কোটি মানুষ, আট কোটি মানুষের ঘরে ঘরে ইন্টারনেট, কে দিয়েছে?’

‘বিদ্যুৎ পাচ্ছেন বিদ্যুৎ? ঘরে ঘরে বিদ্যুৎ। কে দিয়েছে এই বিদ্যুৎ?’

‘বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কে দিয়েছে এই ভাতা?

‘গ্রামে গ্রামে ডিজিটাল সেন্টার, ইউনিয়নে ডিজিটাল সেন্টারে বসে আপনি আজকে বিদ্যুতের বিল, পানির বিল দিতে পারেন, পরীক্ষার ফরম ফিলাপ করতে পারেন। পাসপোর্ট ভিসার ফরম ফিলাম করতে পারেন।’

‘আজকে ঘরে বসে, ইউনিয়নে বসে ডিজিটাল সুবিধা আপনি পাচ্ছেন, কে দিয়েছে এই সুবিধা?’

‘আমার বোনেরা, আপনার বাচ্চা হলে বাবার নামে পরিচয় হতো। ওমুকের সন্তান। কিন্তু মায়ের নাম ছিল না। শেখ হাসিনা এসে মায়ের নাম বাচ্চার নামের সঙ্গে যুক্ত করেছেন। বাংলার নারীরা আপনাদের নেত্রীকে সমর্থন দেয়া উচিত।’

‘উপবৃত্তির টাকা আজকে মায়ের কাছে যায়, বাবার কাছে নয়। বছরের প্রথম দিন আপনি বিনামূল্যে বই পাচ্ছেন। এই সুবিধা কে দিয়েছে?’

উন্নয়নের ধারা চালু থাকতে চাইলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের মার্কা নৌকায় ভোট দেয়ার আহ্বান ওবায়দুল কাদের। আর নৌকা মার্কার পক্ষে স্লোগানও দেন তিনি।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...