প্রকাশিত: ২৪/১১/২০২০ ৩:৪৯ পিএম

কানাডায় অর্থ পাচারের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন- দুদককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের জানান, অর্থপাচারকারীদের প্রতি প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষা করেছেন প্রধানমন্ত্রী। জড়িতদের কাউকেই ছঅড় দেয়া হবে না।

দুদকের তদন্ত শেষ হলে অর্থ পাচারের সাথে জড়িত আরো অনেকের নাম প্রকাশ্যে আসবে। গোল্ডেন মনিরের সঙ্গে কোনো এমপি বা প্রতিমন্ত্রীর যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ২৮ নভেম্বর মনোনয়ন চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে কেউ বিদ্রোহ করলে ছাড় দেয়া হবে না। বলেন, রাজনীতিতে সবার উপরে জনগণ। দল ও সরকার এ বিষয়ে কঠোর।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেউ কোনো অপরাধে জড়িত থাকলে তাদের জন্য দলের পথ বন্ধ করে দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...