প্রকাশিত: ২০/০৫/২০২০ ৫:০৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
ধার্যকৃত দামের (প্রতি কেজি ৫৫০ টাকা) অতিরিক্ত নেওয়ার অভিযোগে কক্সবাজার শহরের বড়বাজার এবং রুমালিয়ার ছড়া এলাকার তিন মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এ দণ্ড প্রদান করেছেন।

তিনি জানান, অনেক মাংস বিক্রেতা নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছামত দাম নিচ্ছে। এ বিষয়ে ক্রেতারা অভিযোগ করেছে।

ভোক্তাদের অভিযোগের সূত্র ধরে অভিযান চালানো হয়।

এ সময় বড়বাজার এবং রুমালিয়ার ছড়া এলাকার তিন মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা দণ্ড প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সচেতন থাকতে ব্যবসায়ীসহ সাধারণ পথচারীদের সতর্ক করা হয়েছে বলেও জানান এসিল্যান্ড মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...