প্রকাশিত: ১৯/০২/২০১৭ ৪:১৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::

বিশ্বের দীর্ঘতম সৈকতের শহর কক্সবাজারে প্রতি বছর ১০ লাখের বেশি পর্যটকের আগমন ঘটে। এখানে সুযোগ সুবিধা ছাড়াই নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য হোটেল। মৌসুম বুঝে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এসব হোটেলের মালিকরা।

পর্যটকদের এমন অভিযোগ নিয়ে ১৯ ফেব্রুয়ারি, রোববার সময় টিভিএক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়েছে, মান ভালো বলে দুই হাজার টাকার হোটেল পাঁচ হাজার টাকা এবং সিজন আসলে যে রুমের ভাড়া সাত হাজার সেটা ১২ হাজার হয়ে যায়। সুযোগ-সুবিধা ছাড়া নামে-বেনামে গড়ে ওঠা হোটেলগুলো মৌসুম বুঝে অতিরিক্ত টাকা আদায় করলেও নিরব ভূমিকায় রয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটন করপোরেশনের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় কক্সবাজার ভ্রমণের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে পর্যটকরা। তবে, আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিয়ে পর্যটকদের এক্সক্লুসিভ জোন জন্য গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কক্সবাজার পর্যটন করপোরেশন ইউনিট ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া।

পাঠকের মতামত