প্রকাশিত: ১৭/১০/২০২০ ৮:৩১ পিএম

কক্সবাজার সুগন্ধা পয়েন্টে সেই ৫২ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার প্রাথমিক অভিযোগে জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুলসহ আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উচ্ছেদস্থল থেকে তাদের আটক করা হয়েছে।

তবে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক না জানালেও বেশ কয়েকজনের ছবি সংগ্রহে রয়েছে। এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টায় বলেন, এখনো অভিযান চলছে। অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

এদিকে আটকরা হলেন, কক্সবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা দাবীদার সরওয়ার আলম, ব্যবসায়ী জয়নাল ও দালাল কাজলসহ মোট আটজন।

তবে বাকি চারজনের নাম পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা সুগন্ধা পয়েন্টস্থ পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে বিকাল ৪ টায় অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ব্যবসায়ী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষে সংবাদকর্মী নুরুল করিম রাসেল, শাহ আলম ও ইকবাল বাহার এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

ব্যবসায়ীদের নিক্ষেপ করা ইটপাটকেলে তারা আহত হন।শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টার দিকে বুল্ডোজার দিয়ে দোকানপাটগুলো গুড়িয়ে দেয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। তবে বিকাল ৫ টা পর্যন্ত সেখানে উচ্ছেদ অভিযান চলছে।

কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে।অভিযানে ছিলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার, কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াসের নেতৃত্বাধীন টিম

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...