ad

সাগর পথে মালেশিয়া যাওয়ার প্রস্তুতি, বাহারছড়ায় ১৫ রোহিঙ্গা আটক

রিয়াজুল হাসান খোকন(বাহারছড়া)
টেকনাফ উপকূলীয় বাহারছড়া থেকে সাগর পথে অবৈধ ভাবে মালিশিয়া যাওয়ার সময় সেনাবাহিনী, কোষ্টগার্ড ও পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৫ জন রোহিঙ্গা নারী পূরুষকে আটক করেছে। ৭ জানুয়ারী বাহারছড়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি কাপড় ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গারা কোন দালালের মাধ্যমে সাগর পথে মালিশিয়া যাচ্ছে বা কার ট্রলারের করে যাচ্ছে তা তারা প্রাথমিক ভাবে পুলিশকে তথ্য দিতে পারেনি। এই বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান আটককৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ad