প্রকাশিত: ২৪/০৬/২০১৬ ৮:৩১ এএম , আপডেট: ২৪/০৬/২০১৬ ৮:৩১ এএম

image-3আন্তর্জাতিক ডেস্ক: তখন সবে পছন্দের জামাটা হাতে নিয়ে ট্রায়াল রুমে ঢুকেছেন তিনি। খুটখাট শব্দ শুনে একটু সচেতনই হয়ে পড়েছিলেন। চারপাশটা ভাল করে দেখতেই নজর গেল দেওয়ালে কতগুলো ছিদ্রর দিকে। আর তাতে চোখ রেখেই আঁতকে ওঠেন ওই তরুণী। পাশের ট্রায়াল রুমে তখন মোবাইল হাতে দাঁড়িয়ে এক যুবক! তড়িঘড়ি বেরিয়ে তাকে ধরার চেষ্টা করলেও হাত ফসকে পালিয়ে যায় যুবকটি। পরে অবশ্য পুলিশ গ্রেফতার করে তাকে।

ট্রায়াল রুমে লুকিয়ে মহিলাদের পোশাক বদলানোর ছবি তোলার অভিযোগ উঠল এ বার সার্ভে পার্কের একটি শপিং মলে। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে।

ওই তরুণী জানান, বন্ধুদের সঙ্গে কেনাকাটার জন্য ওই দিন শপিং মলে গিয়েছিলেন তিনি। পছন্দের জামা হাতে নিয়ে তিনি মহিলা ট্রায়াল রুমে যান। ঢোকার সময় দেখেছিলেন পাশের ট্রায়াল রুমটি বন্ধ রয়েছে। পোশাক বদল করে বাইরে বেরিয়েও দেখেন যে পাশের ট্রায়াল রুমটি তখনও বন্ধই রয়েছে।

তরুণী জানান, পোশাক বদলানোর সময় বন্ধ থাকা পাশের ট্রায়াল রুম থেকে খুটখাট আওয়াজ পাচ্ছিলেন। সব মিলিয়ে তাঁর মনে সন্দেহ হয়। ব্যাপারটা কী তা জানতে তিনি আবার ওই ট্রায়াল রুমে ঢুকে পড়েন। ভাল করে চারপাশটা দেখতেই নজরে পড়ে দেওয়ালের গায়ে বেশ কয়েকটি ছিদ্রর দিকে। যার অনেকগুলি আবার কাগজ দিয়ে বন্ধ করা রয়েছে। একটি ছিদ্রে চোখ রাখতেই আঁতকে ওঠেন তিনি।

কোনও মহিলা নন, বন্ধ থাকা ওই ট্রায়াল রুমের ভিতরে এক যুবক দাঁড়িয়ে। তার হাতে মোবাইল ফোন। বেরিয়ে এসে বন্ধুদের বিষয়টি জানান। বন্ধ থাকা ট্রায়াল রুম থেকে টেনে বের করা হয় ওই যুবককে। কিন্তু ধরে রাখতে পারেননি তাঁরা। জামা ছিঁড়ে হাত ফসকে মোবাইল ফেলে চম্পট দেয় অভিযুক্ত। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মলের তরফে জানানো হয়েছে, যুবকটি ওই মলেই কাজ করত। তবে অন্য একটি সংস্থার হয়ে সে নিযুক্ত ছিল। সে কী ভাবে মহিলা ট্রায়াল রুমে ঢুকে পড়ল তা বোঝা যাচ্ছে না। এর আগে এমন কোনও ঘটনা ঘটেছে কি না তাও জানার চেষ্টা চলছে। ঘটনার খবর জানার পর মল কর্তৃপক্ষের তরফেও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। -আনন্দবাজার।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জীবন দুর্বিষহ করে তুলেছে মিয়ানমার: গাম্বিয়া

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিচার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ...

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...